কর্মপরিকল্পনা
১) অফিস সময় অনুযায়ী কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করা।
২)জরুরি বিভাগে আগত রোগীদের জরুরি ভিত্তিক চিকিৎসা প্রদান করা যেমনঃ
*মুমূর্ষু রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান,
*তীব্র ব্যথাযুক্ত রোগীদের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা,
*সড়ক দুর্ঘটনা বা বিবিধ দূর্ঘটনাজনিত অথবা কলহ বিবাদ জনিত আঘাতের ফলে সৃষ্ট রক্তপাত বন্ধ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাদি গ্রহণ করা।
৩) বহির্বিভাগে আগত রোগীদের কোন টাকাপয়সা ব্যতিরেকে যথাসম্ভব মানসম্মত চিকিৎসা প্রদান করা (অফিস চলাকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ) এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নততর চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা।
৪) অন্তঃবিভাগে ভর্তিকৃত রোগীদের সরকারি ওষুধের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে যথাসম্ভব মানসম্মত চিকিৎসা প্রদান করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নততর চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা।
৫) অন্তঃবিভাগের রোগীদের জন্য প্রদত্ত খাবারের মান সরকারি নির্দেশ অনুযায়ী যথাযথ রাখা।
৬) অন্তঃবিভাগে আবাসিক মেডিকেল অফিসার (RMO) ও কর্তব্যরত মেডিকেল অফিসার (MO) সমন্বয়ে কমপক্ষে দুইবেলা রাউন্ড সম্পন্ন করা।
৭)জখমি সনদ (Injury certificate) প্রদানের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম ও ভোগান্তি সম্পূর্ণরূপে বন্ধ করা।
৮) সার্জারী বিশেষজ্ঞ ও এনেস্থেসিস্ট প্রাপ্তি সাপেক্ষে সীমিত পর্যায়ে অপারেশন শুরু করা।
৯) IMCI এ আগত শিশু রোগীদের বিশেষ নজরদারিতে চিকিৎসা প্রদান করা এবং IMCI এর ওষুধ উক্ত রুম থেকেই বিতরণের মাধ্যমে শিশু রোগীদের ভোগান্তি লাঘব করা।
১০) সম্প্রসারিত টীকাদান কর্মসূচি জোরদার করা এবং উক্ত কর্মসূচিতে নিয়োজিত মাঠ কর্মীদের কার্যক্রম স্বাস্থ্য পরিদর্শক এবং মেডিকেল অফিসার ( MO,DC-নবসৃষ্ট পদ) এর দ্বারা তদারকি করা।
১১) স্যানেটারী ইন্সপেক্টর এর মাধ্যমে উপজেলায় অবস্থিত খাবারের দোকান সমূহে ভেজাল খাদ্য বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং সময়ে সময়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।
১২)নিয়মিতভাবে বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা ও বহির্বিভাগ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা।
১৩) গর্ভবতী মায়েদের নিয়মিত হেল্থ চেকআপ প্রদান করা।
১৪) গাইনী বিশেষজ্ঞ ও এনেস্থেসিস্ট প্রাপ্তি সাপেক্ষে ইউসি কার্যক্রম পরিচালনা করা।
১৫) অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসব নিশ্চিত করা, প্রসব পরবর্তী সময়ে মা ও শিশুর যত্ন নেওয়া এবং জটিল রোগীসমূহ অযথা বিলম্ব পরিহার পূর্বক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা।
১৬) বন্যা, ডায়রিয়ার প্রাদুর্ভাব ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মুহূর্তে দ্রুত সাড়া প্রদানের লক্ষ্যে সর্বদা মেডিকেল টিম প্রস্তুত রাখা এবং দূর্যোগ মুহূর্তে এসব টিমের কার্যক্রম কার্যকর ভাবে পরিচালনা করা।
১৭) ল্যাবরেটরীতে কোন প্রকার ভোগান্তি ব্যাতিরেকে রুটিন প্যাথলজিকাল পরীক্ষাসমূহ করা।
১৮) এক্সরে মেশিন ও ফিল্ম প্রাপ্তি সাপেক্ষে কোন প্রকার অনিয়ম ও ভোগান্তি ব্যাতিরেকে এক্সরে সেবা নিশ্চিত করা।
১৯) হাসপাতালের সমস্ত কার্যক্রমের সঠিক পরিসংখ্যান সংরক্ষণ করা ও যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাসময়ে প্রেরণ করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস